28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

জয়পুরহাটে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সভাপতিকে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাটে ঐতিহ্যবাহী বায়তুন নূর জামে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা সংবাদ প্রচার এবং মসজিদের সভাপতি আব্দুল হাকিম মন্ডলকে অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন করেছে বায়তুন নূর জামে মসজিদের সর্বস্তরের মুসল্লীরা। রোববার বিকেল পাঁচবিবি তিনমাথা মোড়ে বায়তুন নূর জামে মসজিদের সর্বস্তরের মুসল্লী ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

এসময় পৌর বিএনপির আহবায়ক ও মসজিদ কমিটির সদস্য আবু হাসনাত হেলাল মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মসজিদ কমিটির সদস্য আবুজার রহমান, পাঁচবিবি বনিক সমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী স্থানীয় মসজিদের মুসল্লীরা।


বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বায়তুন নূর জামে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা সংবাদ প্রচার এবং মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডলকে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেইসাথে ঘটনা তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবিও জানানো হয়েছে।

পড়ুন : জয়পুরহাটে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিরাজুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন