25 C
Dhaka
বুধবার, নভেম্বর ৬, ২০২৪
বিজ্ঞাপন

জয়পুরহাটে মৌসুমের শুরুতেই আলু মজুদে সিন্ডিকেট

বিজ্ঞাপন

গত বছর মৌসুম শেষে বেড়েছিল আলুর দাম; এবার শুরুতেই বাজার চড়া। লাভের গুড় কে খাচ্ছে, সে অনুসন্ধানে নেমে নতুন তথ্য। এ বছর আলুজ জেলা জয়পুরহাটে সিন্ডিকেড় গড়ে আলু মজুদ করছে নতুন নতুন ব্যবসায়ীরা। কৃষকের ঘর ফাঁকা হতেই বাড়ছে তাদের দাপট।

জয়পুরহাটের নতুন হাট পাইকারি আলুর বাজারে কৃষক ও ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত। জামালগঞ্জের  কৃষক মতিন মিয়া ৩ মন আলু বেচেছেন চড়া দামে। তাই বেজায় খুশি সে

তবে কৃষকরা বলছেন, বাজার চড়া থাকায় লাভ বেড়েছে তবে উৎপাদন খরচও বেড়েছে পাল্লা দিয়ে। তাদের মতে উৎপাদনের থেকে মজুদেই লাভ বেশি।

ব্যবসায়ীরা বলছেন, কৃষকদের আলু প্রায় শেষ। এবার শুরু হবে কৃত্রিম সংকট। দাম বেড়ে হবে দ্বিগুন।

হিমাগার সংশ্লিষ্টরা বলছেন, গেল মৌসুমে দাম বেশি পাওয়ায় অনেকেই নতুন করে আলু মজুদ করছেন।

এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, সিন্ডিকেট করে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জেলায় চলতি মৌসুমে ৮ লাখ ৪৩ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, ১৯টি হিমাগারে মজুদ আছে ১লাখ ৭৮ হাজার ৬২৩ মেট্রিক টন ।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন