১৮/০৬/২০২৫, ২৩:৩৫ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৩৫ অপরাহ্ণ

জয়পুরহাটে লবণ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করতে জয়পুরহাটে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আরিফ হোসেন, পৌর প্রশাসক মোহা. সবুর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সভায় জানানো হয়, জেলার ৩১টি পশুর হাটে অস্থায়ী পশু চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা হবে। জাল টাকা শনাক্তে বিভিন্ন ব্যাংকের বুথ বসানো, নির্ধারিত হারে হাসিল আদায় এবং প্রতিটি হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জেলার ৩৮টি স্থানে পবিত্র ঈদুল আযহার জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে লবণের গুরুত্ব তুলে ধরা হয় এবং লবণের সরবরাহ, পরিবহন ও মজুত ব্যবস্থাপনায় সুষ্ঠু সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চামড়া নষ্ট হওয়া রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

পড়ুন: জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

দেখুন: জয়পুরহাট মাহমুদপুর বি.এল. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন