মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে শ্রম দপ্তরের বগুড়ার সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, শ্রম দপ্তরের বগুড়ার সহকারী পরিচালক খালেদা জাহান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার প্রায় ২৪টি সংগঠনের শিল্পীরা আবৃত্তি, সংগীত, কোরিওগ্রাফি, নৃত্য, বাঁশির সুর পরিবেশনা করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
উল্লেখ্য, ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় ‘সীমা আট ঘন্টা নির্ধারণ, ঘন্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন।
