০৮/০৭/২০২৫, ২০:৫২ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:৫২ অপরাহ্ণ

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ১৫৬ যাত্রী ফেরত পেল সাড়ে ৭০ হাজার টাকা

ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ১৫৬ বাসযাত্রীর কাছ থেকে আদায়কৃত মোট ৭০ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।


সেনা সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই ও ক্ষেতলাল উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে বিভিন্ন পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে, শ্যামলী এন্টারপ্রাইজ ৬ হাজার ৫০০ টাকা, তিশা এন্টারপ্রাইজ ৮ হাজার ৫০০ টাকা, ওরিন এসি ১১ হাজার ৫০০ টাকা, পঞ্চগড় এক্সপ্রেস ৬ হাজার টাকা, মুরাদ এন্টারপ্রাইজ ২৭ হাজার টাকা, তানজিল এক্সপ্রেস ২ হাজার টাকা এবং এসএ প্লাস পরিবহন ৯ হাজার টাকা।

ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, সাধারণ যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গত তিনদিনে জয়পুরহাট জেলায় মোট প্রায় ৫০০ যাত্রীর কাছে ১ লাখ ৪৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

পড়ুন : জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন