24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

জয়পুরহাটে এজেন্ট ব্যাংকের অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন 

জয়পুরহাটে ইসলামী এজেন্ট ব্যাংক গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করার প্রতিবাদে এবং টাকা ফেরতের দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন হিসাবের গ্রাহকরা। রোববার সকাল বেলা ১১ টায় ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার সামনে এই মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর আক্কেলপুর শাখার মালিক জাহিদুল ইসলাম আঞ্জু, ক্যাশিয়ার মাসুদ রানা ও ইনচার্জ রিজওয়ানা ফারজানা (সিমা) যোগসাজশে প্রায় ৪ কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করা হয়। টাকা ফেরত এবং আত্মসাৎকারীদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রাহক গ্রাহকরা।

গ্রাহকের টাকা আত্মসাৎ এর মামলায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হলেও আদালত থেকে জামিন নিয়ে তারা বেরিয়ে আসেন। এখন পর্যন্ত ব্যাংকের এজেন্ট শাখার কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে, গ্রাহকের টাকা ফেরত দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে  ইসলামী ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন জয়পুরহাট শাখার এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান।

পড়ুন: জয়পুরহাটে কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সিরাজুল

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন