জয়পুরহাটের কালাই উপজেলাতে একটি কোল্ড স্টোরেজে স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ না দেওয়ায় মানববন্ধন করেছে স্থানীয় শ্রমিক সংগঠন নুনুজ বাজার লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে জেলার উদয়পুর ইউপির চেঁচুরিয়ায় অবস্থিত প্রসাদ মাল্টি-পারপাস কোল্ড স্টোরেজে সামনে মানববন্ধন করা হয়।
এসময় নুনুজ লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মনজুরুল আলম মঞ্জু, লেবার সর্দ্দার একরামুল হক, গ্রুপ লেবার সর্দার সাইদুল ইসলাম, নজরুল ইসলাম, সাদ্দাম প্রমুখ।
শ্রমিকদের দাবিগুলো হলো, স্থানীয় শ্রমিকদের কাজ করার সুযোগ দিতে হবে, বস্তা প্রতি নয় টাকা লোড আনলোড খরচ দিতে হবে। এ বিষয় নিয়ে মালিকের সঙ্গে এবং শ্রমিক নেতার সমঝোতা হয়,যে নতুন বছরে আট টাকা অব্যাহত থাকবে।
এবিষয়ে প্রসাদ মাল্টি-পারপাস কোল্ড স্টোরেজ এর ম্যানেজার আব্দুল হাকিম জানান, স্থানীয় শ্রমিক সংগঠনের দাবি মেনে নিয়ে কাজের সুযোগ দেওয়া হয়েছে।
এবছরে লোড আনলোডের ব্যয় বস্তা প্রতি আট টাকা দেওয়া হবে। আগামী বছরে অন্য কোল্ড স্টোরেজের মত লোড আনলোড খরচ ধরা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
এদিকে, ১৬ মে, ২০২৪ইং তারিখে জয়পুরহাটে ফসলি জমিতে হিমাগার নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ নিয়ে নাগরিক টেলিভিশনে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেবুকের ভিডিয়ো লিংক – https://www.facebook.com/share/v/15qSiANcvD/
এ বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় জানান, কৃষকের মাধ্যমে জানতে পেরেছি, এবছরে প্রসাদ মাল্টি-পারপাস কোল্ড স্টোরেজ বুকিং নেওয়া শুরু করেছে। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছে কি-না তা জানা নেই।
এনএ/