জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবির (২৯) কে ছুরিকাহতের ঘটনায় বেলাল হোসেন ও রাফি মিয়া নামে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (১২ মে) দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউপির পাটাবুকা গ্রামের ফুলবরের ছেলে বেলাল হোসেন ও একই গ্রামেে রফিকুল ইসলামের ছেলে রাফি মিয়া বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাঁচবিবির বালিঘাটা পাটাবুকা গ্রামের বেলাল হোসেনের সাথে চাঁপাইনবাবগঞ্জে এক নারীর সাথে বিয়ে হয়। প্রায় ৩-৪ বছর আগে তাদের বিচ্ছেদ হলেও একটি সন্তানও রয়েছে। গত শনিবার সাবেক স্বামীর বাড়ীতে আটকে রেখেছিল বলে জরুরি পরিষেবা ৯৯৯ বলে করে অভিযোগ দায়ের করেন তালাকপ্রাপ্ত ওই নারী। সেখানে এসআই আলমগীর কবির গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। রোববার বিকেলে আবারও ফোন পেয়ে সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করতে যান। স্থানীয় বাসিন্দা রাফিকে সরিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। এটি ওই ছেলে মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে কাঁচি দিয়ে এসআইকে আঘাত করে। পরে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব তাকে দেখতে যান। এরপর রাতেই এসআই আলমগীর কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর ওই নারীর সাবেক স্বামী বেলাল হোসেন ও প্রতিবেশী রাফি মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এনএ/