১৪/০৬/২০২৫, ১৭:১৪ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:১৪ অপরাহ্ণ

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জন আন্দোলনকারীর মাঝে এক লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।

সরকার নির্ধারিত ‘সি’ ক্যাটাগরির আওতায় এ সহায়তা প্রদান করা হয়। চেক গ্রহণ শেষে আহতদের অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানান এবং দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের কিছুটা ভার লাঘব হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। এই অনুদান শুধু অর্থ নয়, এটি তাঁদের সাহসিকতার স্বীকৃতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ.এইচ. হাসিবুল হক সানজিদ।

এনএ/

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন