০৮/০৭/২০২৫, ২০:১৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:১৯ অপরাহ্ণ

জয়পুরহাটে ডাকাতি মামলার মূল আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলার চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

আজ রবিবার (১৫ জুন) দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ বস্তা বাসতা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামে কছিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা টয়লেটের ছাদ ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, চারটি বিদেশি জাতের গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

ঘটনার পরদিন কালাই থানায় একটি মামলা রুজু হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। তদন্তে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে মূল আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আসাদুজ্জামান (আসাদ), কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন প্রমুখ।

এনএ/

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন