26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে শিল্প কারখানা ও বাসা বাড়িতে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক সংগঠন, ছাত্রসমাজ ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর ই আলম, শহরের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম লোকমান হোসেন ও চিনিকল শ্রমিক নেতা খলিলুর রহমান।

বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপ লাইন রয়েছে। অথচ জয়পুরহাটবাসী দীর্ঘদিন থেকে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এজন্য অবিলম্বে এ জেলায় পাইপ দিয়ে গ্যাস লাইন স্থাপন করতে হবে না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি দেওয়া হয়।

পড়ুন: জয়পুরহাটে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন