জয়পুরহাটের পাঁচবিবি গোহাটিতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সাড়ে ১৮ লাখ টাকা খুইয়েছেন তিন ব্যবসায়ী গরু ব্যবসায়ী। এছাড়াও তাদের সাথে থাকা আরও চারজন অচেতন অবস্থায় পশুর হাটে পৌঁছায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৮ মার্চ) জয়পুরহাটে সকালে পাঁচবিবি বাসট্যান্ড এলাকা হতে অচেতন অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ব্যবসায়ীরা হলেন, লক্ষীপুরের ডালিয়া উপজেলার নুরনবীর ছেলে মুনির উদ্দিন (৫৫), নোয়াখালী সদর উপজেলার নুর ব্যাপারী (৬০), নুরুল হকের ছেলে কাজল(৬৫), শফিগঞ্জ গ্রামের আঃ আলিমের হিঞ্জু (৬৫) ও লক্ষীপুর ডালিয়াকান্দি গ্রামের চৌধুরী মিয়ার ছেলে আঃ মালেক (৩৮) বলে জানাগেছে।
সুত্র জানায়, দীর্ঘদিন ধরে জয়পুরহাটের নতুনহাট ও পাঁচবিবি গোহাটি থেকে পশু ক্রয়-বিক্রয় করত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ব্যবসায়ীরা। ফেনীর মহিপাল থেকে আব্দুল মালেকসহ ৬জন গরু ব্যবসায়ী একটি বাসে রওনা দেন পাঁচবিবি গোহাটিতে। রাত পৌনে ৪টায় সিরাজগঞ্জ হাইওয়ে সড়কের পাশে একটি হোটেলে যাত্রা বিরতির সময় তারা সেহরি খান। এরপর বাসটি ছেড়ে দিলে তারা কিছুই বলতে পারে না। আজ সকাল ৭ টার সময় পাঁচবিবি বাসট্যান্ডে বাসের হেলপার ডেকে নেমে দেন। বাস থেকে নেমে দেখেন ব্যবসায়ী মালেকের ৭ লাখ, মুনিরের সাড়ে ৭ লাখ ও নুরুর ৪ লাখ টাকা খোয়া গেছে। পরে আ. কাফি নামের এক রাখাল তাদের উপজেলা স্বাস্থা কমপ্লেক্স-এ ভর্তি করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন জানায়, এখনও পর্যন্ত ব্যবসায়ীরা কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন: জয়পুরহাটে নাগরিক সেবা বন্ধ ছিল দু’ঘন্টা, চলছিল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি |
ইম/