সম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিচার ও ধর্ষকের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

জয়পুরহাটে সোমবার বিকেল ৪টায় শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে করেন।
এসময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এ এইচ হাসিবুল হক সানজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের ছাত্র প্রতিনিধি নিয়ামুর রহমান নিবিড়, ফাহিম ফয়সাল রাফি, কামরুন নাহার, তাবাসসুম জামান, আয়াত আখি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন যে, বর্তমান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে ঠেকেছে। মানুষের যানমালে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক সময়ে হত্যা, ধর্ষণ নিত্য দিনের ঘটনা হয়ে পড়েছে। মানুষের যানমালের নিরাপত্তা না দিতে পারলে অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।
এছাড়া জয়পুরহাটে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আনিকা মেহেরুন্নেসা শাহীর (শিক্ষার্থী, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) রহস্যজনক মৃত্যুতে ছাত্রলীগের নেতা ইউসুফ আলীর পরোক্ষভাবে ইন্ধন দিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি, ২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা শাহীর আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে জেলার ক্ষেতলালের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগের নেতা ইউসুফ আলী। যা দ্রুত সময়ে সারাদেশে ছড়িয়ে পড়ায় আত্মহত্যা করেছেন বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূকে রাতভর গন-ধর্ষণের অভিযোগে চার ধর্ষক গ্রেফতার
দেখুন : বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ বাড়ছে
ইম/