১৩/০৬/২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ

জয়পুরহাট অতিরিক্ত ভাড়া আদায়, আবারও তিন পরিবহনকে জরিমানা

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে তিনটি বাস কাউন্টারকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ঘন্টায় জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও পাঁচবিবি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৩৪ ও ৮০ ধারা মোতাবেক জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় দু’ বাসের কাউন্টারে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন। অপরদিকে, একই আইনে পাঁচবিবি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি বাসের কাউন্টারে হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। এছাড়াও ২ জন মাদকসেবিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী নিশ্চিত করে সাংবাদিকদের জানান,

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : বিভিন্ন অপরাধে জয়পুরহাটে ১৬ হাজার টাকা জরিমানা ও মাদকসেবির কারাদণ্ড

দেখুন : জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন