26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

জয়পুরহাট ছাত্র সমাবেশ থেকে বাড়ী ফেরার পথে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে আহত-৬

জয়পুরহাট ছাত্র সমাবেশ থেকে বাড়ী ফেরার পথে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে ৬জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানাগেছে। শুক্রবার সন্ধ্যায় বাসস্ট্যান্ডে এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার আটকুরি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মশিউর রহমান (২৫), একই এলাকায় ইকরগারা গ্রামের লিটনের ছেলে সিফাত (১৭), আলমপুরের মিনসের আলীর ওমর আলি (২০), নসিরপুরের ইদ্রিস আলীর ছেলে আব্দুর রহিম (২২), আটিদাশড়া (উত্তরপাড়া) গ্রামের মামুনুর রশিদের ছেলে মুরাদ (২৪), শিবপুর গ্রামের বেলাল সরদারের ছেলে তারেকুল ইসলাম (২৮) বলে জানাগেছে। আহতরা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।

পুলিশ ও দলীয় সুত্রে জানাগেছে, ছাত্রদলের প্রার্থমিক সদস্য ফরম বিতরণ উপলক্ষে শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে ছাত্র সমাবেশ করেন জেলা ছাত্রদলের কমিটি। সমাবেশ চলাকালীন সময়ে ক্ষেতলাল ছাত্রদলের আহবায়ক এমএ দেওয়ান হাসান ও যুগ্ম আহবায়ক আঃ মোমিন মন্ডল গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এরপর সমাবেশ শেষ করে বাড়ী ফেরার পথে বাসস্ট্যান্ডে এলাকায় আবারও মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন। এসময় আহত হন ৬জন নেতাকর্মী। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত আহত নেতাকর্মীরা চিকিৎসাধীন রয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম সিদ্দিক দৈনিক শিক্ষাডটকমকে মুঠোফোনে জানান, এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন :জয়পুরহাটে মৌসুমের শুরুতেই আলু মজুদে সিন্ডিকেট

দেখুন :জয়পুরহাটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সং*ঘ*র্ষ, নি*হ*ত ১ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন