32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

জলবায়ুর প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা রাখতে হবে

রাজধানীতে জলবায়ু ইনিশিয়েটিভের উদ্যোগে এম্পাওয়ারিং ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে জলবায়ু ইনিশিয়েটিভের অফিসে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভার মূল লক্ষ্য ছিল তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব মোকাবিলায় কার্যকরী ভূমিকা এবং তাদের প্রচেষ্টাকে তুলে ধরা। আলোচনা অনুষ্ঠান শেষে আগত আলোচক ও অতিথিদের দেখানো হয় এ সম্পর্কিত দুটি প্রামাণ্যচিত্র।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রয়েল নরওয়েজিয়ান অ্যাম্বাসির জ্যেষ্ঠ উপদেষ্টা মোরশেদ আহমেদ, ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বিশেষজ্ঞ কমিটির সদস্য ও চলচ্চিত্র নির্মাতা লাবীব নাজমুস শাকিব, যুব’র প্রজেক্ট অফিসার আফসানা মিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান, বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভের লিডারশিপ টিম মেম্বার তাহমিদ বিন জামান এবং ব্রাইটারস সোসাইটি অব বাংলাদেশের চেয়ার ফারিহা এস ওউমি।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ক্লাইমেট ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক সামিউর রহমান। আলোচনা পরবর্তী প্রদর্শনী সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির যোগাযোগ সমন্বয়ক সুবাহ নাওয়ার অরণী। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচকগণ জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখার ক্ষেত্রে তরুণদেরকে নিজেদের তৈরি করার প্রতি গুরত্বারোপ করেন। তরুণদেরকে তথ্যভিত্তিক ভয়েস তোলার কথাও বলেন। একইসাথে জীববৈচিত্র্য সংকটকেও গুরুত্বপূর্ণ বলে মত দেন তারা। নারীদের সহনশীলতার বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে সে বিষয় উঠে আসে।

এছাড়াও সভা থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সরকারকে জোর দেয়ার প্রতি আহ্বান জানান আলোচকরা। জলবায়ু বিষয়টি নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া জরুরি বলে মনে করেন প্যানেলিস্টরা। তরুণদের সংকট মোকাবেলায় মিডিয়া ব্যবহার করার পরামর্শ দেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ইতালীয় পরিচালক গোসেপে্‌প ক্যারি’র প্রামাণ্যচিত্র অ্যালডোরাডো এবং ক্লাইমেট ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক সামিউর রহমানের লাইফ ইন সল্ট ওয়াটার প্রামাণ্যচিত্র দেখানো হয়।

/ সাকু

দেখুন: পার্বত্য অঞ্চলের কৃষি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীদের ভূমিকা ও করণীয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন