22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

জলহস্তীর ভবিষ্যদ্বাণীই ঠিক হলো

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে এর আগে বিভিন্ন সমীক্ষা রিপোর্টেও উঠে আসছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।

তার আগেই থাইল্যান্ডের ভাইরাল পিগমি জলহস্তি মু দেং ভবিষ্যদ্বাণী করেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন। এখন তার ভবিষ্যদ্বাণীই যেন ঠিক হলো।

মু ডেং হলো থাইল্যান্ডের বাচ্চা পিগমি জলহস্তি। এখন তার ভবিষ্যদ্বাণী ঘিরে দুনিয়া জুড়ে হইচই পড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার আগেই বিজয়ীর নাম জানিয়ে দিয়েছিল সে।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মু ডেং-কে দু’টি তরমুজ দেওয়া হয়েছে। দু’টির মধ্যে ছিল দুই প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের নাম। গুটি গুটি পায়ে তরমুজের ঝুড়ির দিকে এগিয়ে গেল এই বাচ্চা জলহস্তি। তারপর একটি তরমুজ বেছে খেল। তারিয়ে তারিয়ে উপভোগ করল তার প্রিয় ফল। থাইল্যান্ডের সি রচা এলাকার খাও খিয়ো চিড়িয়াখানায় এই কাণ্ড ঘটেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মু ডেং যে তরমুজটি বেছে নিয়েছে, তার মধ্যে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নাম। অর্থাৎ থাইল্যান্ডের এই বাচ্চা জলহস্তির ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ভবিষ্যদ্বাণীই ঠিক হলো।

চলতি বছরের জুলাই মাসেই জন্মেছে মু ডেং। মাত্র কয়েক মাসের মধ্যেই নানাবিধ মজাদার খেলা করে সে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে। ছোট্ট এই জলহস্তিকে টিকটক এবং ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই দেখা যায়। তার ভিডিওতে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়। এর আগে, মাইকেল জ্যাকশনের মুনওয়াক করে মু ডেং জনপ্রিয় হয়ে উঠেছে।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন