21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

জলাবদ্ধতা নিরসনের নামে লুটপাট হয়েছে: উপদেষ্টা আদিলুর

চট্টগ্রাম সিটি করপোরশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন শিল্প গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বাড়ইপাড়া ও সুন্নিয়া মাদ্রাসা খাল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে নানা অসঙ্গতি পান উপদেষ্টা আদিলুর রহমান খান।

জলাবদ্ধতা

এসময় উপদেষ্টা জানান, বিগত সরকারের আমলে চট্টগ্রামে জলাবদ্ধতা ও খাল খননের নামে অনিয়ম দুর্নীতি ও লুটপাট হয়েছে।

আদিলুর রহমান খান বলেন, অতীতে নানা অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি। খাল খননে অনিয়ম হয়েছে। জলাবদ্ধতা নিরসনের নামে লুটপাট হয়েছে। তারা জনগণের মতামতকে প্রাধান্য দেয়নি। যে কারনে প্রকল্পের সুফল এখনো পাওয়া যাচ্ছে না।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের কারনে কাজের গতি আসছে। নতুন করে বরাদ্দ চেয়েছি। ১০ কোটি টাকা বরাদ্দের পর খনন কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে তিনটি সংস্থার সমন্বয়ে ১৪ হাজার কোটি টাকার মেগাপ্রকল্প নেয়া হয়। ইতোমধ্যে মধসাড়ে ৮ হাজার কোটি টাকা খরচ হলেও এখনো দৃশ্যমান উন্নয়ন দেখা যাচ্ছে না। বর্ষা আসলেই সামান্য বৃষ্টিতেই ডুবে যায় নগরী নানা এলাকা।

পরুন:ভারি বৃষ্টিতে চট্টগ্রাম ও কক্সবাজারে জলাবদ্ধতা

দেখুন:ভারি বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন