১৮/০৬/২০২৫, ২৩:৪৩ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৪৩ অপরাহ্ণ

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৩১ জুলাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুসারে আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার ( ৩০ এপ্রিল) দিবাগত রাত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এসময় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর, অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। অন্যান্য সদস্যরা হলেন জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা রয়েছেন কমিশনের সদস্য হিসাবে।


ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে তফসিলে। আর খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখও ২১ মে। এরপর ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ভোটের প্রার্থীদের ১ জুলাই মনোনয়নপত্র সংগ্রহ এবং ১-৭ জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থী বা তার প্রতিনিধি মনোয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশের জন্য ৯ জুলাই দিন ঠিক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে ১১ জুলাই এবং ১৩ জুলাই আপিলের শুনানির পর ওইদিন ঘোষণা করা হবে আপিলের রায়।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ঠিক করা হয়েছে ১৪ জুলাই। পরদিন ১৫ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময় পাবেন প্রার্থী ও তাদের সমর্থকরা। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম সংবাদ সম্মেলনে বলেন, “একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতির চাহিদা অনুযায়ী দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে।”

তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তারা সকলেই সুষ্ঠু সুন্দর জাকসু আয়োজনের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

পড়ুন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ঢাকা থেকে বিশেষ বাস সার্ভিস শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন