১৯/০৬/২০২৫, ০:২০ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:২০ পূর্বাহ্ণ

হিজলায় জাটকা রক্ষা যৌথ অভিযানে জেলেদের হামলা, কোস্টগার্ড সদস্য আহত

বরিশালের হিজলা উপ‌জেলায় জাটকা সংরক্ষণ অভিযানের সময় অবৈধ জেলে চক্রের হামলায় কোস্টগার্ডের এক সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ও একটি পাইজাল জব্দ করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে হিজলা উপজেলার মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হিজলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযান চলাকালীন হঠাৎ করে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল ৭ থেকে ৮টি কাঠের নৌকা নিয়ে অভিযানিক দলের উপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ করে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে।

হামলায় কোস্টগার্ড সদস্য এম মনজুরুল আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

আহত কোস্টগার্ড সদস্য মনজুরুলকে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের বহনকৃত ফার্স্ট এইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এই ঘটনার স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে কোন ধরনের সন্ত্রাসী বা চক্রের হুমকি প্রশ্রয় দেওয়া হবে না। অবৈধভাবে মাছ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেখুন: রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নৌ-রেলী অনুষ্ঠিত।

পড়ুন: ‘ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন