26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

আজ শুক্রবার (১৪ মার্চ) বৈঠকটি সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মহাসচিব কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

কক্সবাজারে ড. ইউনূস আন্তর্জাতিক বিমান বন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন এবং উখিয়ায় প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। গুতেরেস বিমান বন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন এবং সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করার কথাও রয়েছে।

পরিদর্শন শেষে, ড. ইউনূস এবং গুতেরেস সন্ধ্যায় একসাথে ঢাকায় ফেরবেন।

এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারে মতো কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এনএ/

দেখুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে, বন্ধের আহবান জাতিসংঘের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন