24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

জাতীয় ঈদগাহে মুসল্লিদের যা আনা নিষেধ

প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও ঈদের নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে।

ফলে বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিরা যা যা সঙ্গে নিতে পারবেন না জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একত্রে ৩৫ হাজার মুসল্লিরা ঈদের জামাত আদায় করবেন।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে জানিয়ে তিনি আরো বলেন, প্রবেশ গেটগুলোতে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেকটর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসিটিভির আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০টি সিসিটিভি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। যা কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার (মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন) প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেট ও পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

পড়ুন : জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন