26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

জাতীয় ঐক্যের আহ্বানে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐক্য গঠনে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসবেন। আগামীকাল তিনি সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন তিনি ধর্মীয় গ্রুপগুলোর সঙ্গে বসবেন।’

‘প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তাদের সঙ্গে তিনি বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি এর ডাক দেবেন,’ বলেন শফিকুল আলম।

দেশের চলমান পরিস্থিতিতে এমনডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জাতীয় ঐক্য নিয়ে বসছেন ড. মুহাম্মদ ইউনূস

প্ধারন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি জাতীয় ঐক্যের জন্য তাগাদা দিচ্ছেন সাড়ে তিন মাস ধরে। তার সঙ্গে যখন যে দলের নেতারা দেখা করছেন- তাদেরই আহ্বান জানিয়েছেন তিনি।

প্রবীণ নেতা সংবিধান প্রণেতাদের অন্যতম একজন ড. কামাল হোসেন এর কথা বলছেন গত কয়েক যুগ ধরে। জেএসডি-জাসদ সভাপতি আ স ম রব বলেই যাচ্ছেন প্রতিনিয়ত। এখন প্রধান উপদেষ্টার কাছে বড় দল বিএনপির প্রত্যাশাও এটি। তাদের এ দাবির সঙ্গে ঘটা করে একাত্মতা জানিয়েছে আরেক প্রভাবশালী দল জামায়াতে ইসলামী।

দেখুন: যে ঐক্য ঘরে তুলেছি তা সুসংহত করতে হবে: ড. কামাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন