১৬/১১/২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে : প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে যত রকম সংশয় ছিল সব ধুয়ে মুছে কেটে গেছে। এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক তথা বলেছেন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। খুব দ্রুত রাজনৈতিক দলগুলো বসে ঠিক করে ফেলবে।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাংক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এসময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুনা ইসলাম, ময়মনসিংহ সসাংবাদিক ইউনিয়নের সসভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করায় একটা ঘোষণা এসেছে। সই হওয়ার পর দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিবেন। ইতোমধ্যে কয়েকটি দল মনোনয়ন ঘোষণা করেছে। বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে নবযাত্রা শুরু করবে।

তিনি বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিলো ফেইক নির্বাচন কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার নির্বাচন। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এটা হবে বেসট নির্বাচন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্কের সোর্স থেকে জানা গেছে ইসরাইলে বন্দি বাংলাদেশী আলোকচিত্রী পহিদুল আলম ইসরাইল থেকে তুরস্কের একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে সাইবার ক্রাইম ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন