জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থী তাদের কলেজের মাধ্যমে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা আগামী ৩০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগইন (অনার্স) অপশনে তাদের আবেদন আইডি ও পিন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পড়ুন: শিক্ষাব্যবস্থার জাতীয়করণসহ ১১ দফা দাবি বাকবিশিসের
দেখুন: চট্টগ্রামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ
এস