জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়েছে। এর আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
এছাড়া জাতীয় যুবশক্তির সদস্য সচিব করা হয়েছে ডা. জাহিদুল ইসলামকে এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেয়া হয়েছে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে হাজির হয়েছেন।
পড়ুন : বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে তরুণদের হাত ধরে: নাসীরুদ্দীন পাটওয়ারী