ঝিনাইদহ কালীগঞ্জের কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আলহাজ¦ এম এ কাদের এর লেখা “জাতীয় সংকট” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের খয়েরতলাস্থ্য ইউনির্ভাসল হ্যাচারীজ নামক প্রতিষ্ঠানে এক অনুষ্টানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এ অনুষ্টানে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহীদুল ইসলাম, উচ্চকন্ঠ পত্রিকার সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সমকালের জামির হোসেন, এশিয়া বানীর শাহজাহান আলী সাজু, ইত্তেফাকের রফিকুল ইসলাম মন্টু, মোহনা টিভির সোহেল আহমেদ, মানবকন্ঠের শাহজাহান আলী বিপাশ, কালের কন্ঠের নয়ন খন্দকার, মানবজমিনের তোফাজ্জেল হোসেন তপু, রানারের হুমায়ুন কবির সোহাগ, চিত্রা নিউজের সোলাইমান হোসেন, সাংবাদিক জাকারিয়া হোসেন, এবং লেখকের সহধর্মিনী মাহবুবা ফেরদৌস রাখী প্রমুখ।

সাংবাদিক ও কলামিষ্ট এম এ কাদের বাংলাদেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কলাম লেখেন। তার লেখা কলাম গুলো দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ”জাতীয় সংকট” শিরোনামে লেখা তার এই বইটি এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে।
পড়ুন: আওয়ামী লীগের দোসর হতে চাই না:জাতীয় পার্টি থেকে পদত্যাগ শতাধিক নেতাকর্মীর
দেখুন: ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, নেতৃত্বে আছেন কারা? |
ইম/