29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

জাপানে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল, সরকার গঠনে অনিশ্চয়তা

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি কোনো দল। এ অবস্থায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডায়েটে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও তাদের শরিক কোমেইতো মিলে পেয়েছে ২১৫ আসন, যেখানে বিরোধীরা পেয়েছে ২৩৫টি আসন।

নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে অন্তত ২৩৩টি আসনের প্রয়োজন হয়। এলডিপির নতুন নেতা শিগেরু ইশিবা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দল সংখ্যাগরিষ্ঠতা হারানোয় এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকেতে তিনি বলেছেন, ‘ভোটদাতারা আমাদের কঠিন শাস্তি দিয়েছে। এই ফলাফল আমি মাথা পেতে নিচ্ছি। জাপানের মানুষ চাইছে, এলডিপি যেন আত্মসমীক্ষা করে। আমরা মানুষের ইচ্ছে অনুযায়ী কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমি মানুষের জীবন সুরক্ষিত করার জন্য আমার দায়িত্ব পালন করতে চাই। আমি জাপানকে সুরক্ষিত করতে চাই। আমি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে দেব না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন