১৩/০৬/২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ

জাপান-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী, ১৫ মে বৃহস্পতিবার টোকিওতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা । বাংলাদেশ থেকে এতে নেতৃত্ব দেওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামের। তবে গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পত্র পাঠিয়ে বৈঠকটি স্থগিত করার ঘোষণা দেয়, যার ফলে বৈঠক নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।

কূটনৈতিক সূত্রে জানা যায়, সরকারের নীতিনির্ধারণী মহল শিগগিরই পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে তার পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে এসেছে। অনেকেই বৈঠক স্থগিতের সাথে এই পদ পরিবর্তনকে জড়িত হিসেবে দেখছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপের পরই জাপান বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবগত করে, যার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক নিয়ে কথা বলেন। এর পর ঠিক হয়, টোকিওতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে, তবে এ বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম, মো. জসীম উদ্দিন নয়।

এবারের বৈঠকটির আলাদা গুরুত্ব রয়েছে, কারণ চলতি মাসের শেষ দিকে প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। এর আগে থেকেই টোকিওতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা ছিল। এখন, বৈঠকের মধ্যে প্রথম ভাগে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জাপান সেখানে অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগর নিয়ে তার অবস্থান তুলে ধরবে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে কথা বলবে। অপরদিকে, বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক, সংস্কৃতি বিনিময় এবং রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।

দ্বিতীয় ভাগে আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া এবং জাপানের পক্ষ থেকে চীনসহ পূর্ব এশিয়া নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে হঠাৎ করেই পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে বৈঠকটি স্থগিত করায় শুধু জাপান নয়, বিস্মিত সরকারের নীতিনির্ধারণী মহলও। কেননা জাপানের মতো পরীক্ষিত বন্ধু দেশে অধ্যাপক ইউনূসের সফরের ঠিক আগে পররাষ্ট্র সচিবদের বৈঠক স্থগিত করাটা অনাকাঙ্ক্ষিত। যদিও সরকারের যথাযথ হস্তক্ষেপের কারণে দুই দেশের মাঝে অহেতুক জটিলতা সৃষ্টির আশঙ্কা দূর হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের ২৭তম পররাষ্ট্র সচিব জসীমকে দায়িত্ব দেওয়ার আট মাসের মাথায় সরিয়ে দেওয়া হচ্ছে। এ মুহূর্তে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জার্মানি সফরে আছেন। বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা। তৌহিদ হোসেন দেশে ফেরার পর পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আর জসীম উদ্দিনের ভবিষ্যতের বিষয়টি চূড়ান্ত হবে। অন্যদিকে তার উত্তরসূরি কে হবেন তা নিয়েও নানা আলোচনা চলছে।

পড়ুন: আস্থা হারাচ্ছে এনসিপি, তরুণ নেতাদের দায়িত্বশীল হওয়ার তাগিদ |

দেখুন: ঢাবিতে খুনের তদন্ত হয়, বিচার হয় না

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন