০৮/০৭/২০২৫, ২১:২৭ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:২৭ অপরাহ্ণ

জাফলংয়ে ২ উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় মামলা

সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ী বহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় থানায় মামলা হয়েছে। সদ্য বহিস্কৃত যুবদল নেতা জাহিদ খানকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ।

মামলায় ৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার (১৫ মে) গোয়াইনঘাট থানার উপ পরিদর্শক ওবায়দুল্লাহ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। তিনি জানান, দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনীভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করে বাধা ও অবৈধ ভাবে অবরোধ করে সরকারী কর্মচারীকে সরকারী কাজে বাধাদান করার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য গত শনিবার সিলেটের জাফলংয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজ্ওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ী বহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনা ঘটে।

পড়ুন: সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকিয়ে বিক্ষোভ

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন