১০/১১/২০২৫, ২৩:০০ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাফলংয়ে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় এয়ার গান উদ্ধার

বিজ্ঞাপন

সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী জাফলং চা বাগান এলাকা থেকে অবৈধ ৪টি এয়ার গান অস্র উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল শনিবার দিবাগত রাত রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকার কাটারী নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে চোরাকারবারিরা, এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায় তারা।

পরবর্তীতে টহলদল দীর্ঘক্ষণ অবস্থান করার পর চোরাকারবারীরা উক্ত এলাকায় পুনরায় না আসায় উক্ত চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে। ভারতীয় অবৈধ ৪ (চার) টি এয়ার গান অস্র উদ্ধার করে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পড়ুন: সিলেট স্ট্রাইকার্স-এর বিশেষ বিবৃতি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন