১৪/০৬/২০২৫, ১৭:৩০ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:৩০ অপরাহ্ণ

জাব উই মেট’র কারণে জেল হতো পরিচালক ইমতিয়াজের

এখনও দর্শকদের মাঝে আলোচনায় চলে আসে বলিউড সিনেমা ‘জাব উই মেট’। সেই সিনেমায় শাহিদ কাপুর ও কারিনা কাপুরের জুটি দেখে প্রেমে পড়েছিলেন তাদের অনুরাগীরা। তাই তো বাস্তব জীবনে তাদের বিচ্ছেদের খবরে ভেঙে পড়ে দর্শক।

‘জাব উই মেট’- পরিচালনা করেছিলেন ইমতিয়াজ আলি। আর এই ছবির জন্য নাকি আইনি জটে পড়েছিলেন তিনি, জেল খাটার উপক্রম হয়ে ওঠে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইমতিয়াজ। মূলত রতলাম শহরে ছবির একটি দৃশ্যের শুটিং হয়। কিন্তু সেখানকার স্থানীয়রা মোটেই পছন্দ করেননি ছবিতে এই অঞ্চলকে পতিতালয় হিসেবে দেখানোটা। এমনকী ইমতিয়াজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন তারা।

এ প্রসঙ্গে কথা বলতেই ইমতিয়াজ বলেন, ‘রতলামে এমন দৃশ্য শুটিংয়ের কারণে প্রথমবার আমার বিরুদ্ধে আদালতের সমন জারি করা হয়। তারপর জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চার্জশিটে বলা হয়েছিল, সুস্বাদু খাবারের জন্য পরিচিত এই শহরটি ছবিতে পতিতালয় হিসেবে দেখানোয় সেটার বদনাম হয়েছে। অভিযোগ অনুসারে, ছবিটি শহরের খ্যাতি ক্ষুণ্ন করেছিল।’

এই পরিস্থিতি এমন জটিল করে তুলেছিল যে ইমতিয়াজ তার পরবর্তী প্রকল্প ‘লাভ আজ কাল’-এর শুটিং শুরু করার পরেও এই ঝামেলা মেটেনি।‌ তাই নাকি বেশ কিছুদিন বন্ধও ছিল সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘লাভ আজ কাল’-এর শুটিং।

পড়ুন: মারা যাওয়ার দুই সপ্তাহ পর জানা গেল অভিনেত্রী মৃত্যুর খবর

দেখুন: টিপু মুনশিকে তেল দিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন