বিএনপি জামায়াতের মাঝে বোঝাপড়া থাকলেও সম্পর্ক এখন তলানীতে। যুগপৎ আন্দোলনের নতুন ছক কষছে বিএনপি। তাতে সরাসরি সম্পৃক্তও থাকছেনা জামায়াত। তবে তাদের সাথে কৌশলগত সম্পর্ক রাখতে চাচ্ছেন বলে জানাচ্ছেন বিএনপি নেতারা। আর সমমনা দলের নেতারা বলছেন জামায়াতে ব্যাপারে বিএনপিকে তারা না বলে দিয়েছেন।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি পযর্বেক্ষণ করে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসুচির দিকে হাটঁছে বিএনপি। তবে এবারও সরাসরি সম্পৃক্ত থাকছেনা জামায়াত।
বিভিন্ন সভাসমাবেশে বিএনপির শীর্ষ নেতারাও এ বিষয়ে স্পষ্ট করছেন। বলছেন তারা জামায়াতকে সমর্থন করেননা।
বিএনপি নির্ভর যোগ্যসুত্রে জানা যায় নতুন কর্মসুচির বিষয়ে শরীক দলগুলোর সাথে প্রথম দফার বৈঠক শেষ করেছে বিএনপি। আর এ সব বৈঠকে শরীক দলগুলো এক সাথে নামার বিষয়ে জামায়াতকে সম্পৃক্ত করার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন।
সমমনা দলগুলোর নেতারা নাগরিক টিভিকে বলেন,তারা জামায়াত কে নিয়ে এক সাথে আন্দোলনে না যাওয়ার বিষয়ে বিএনপিকে জানিয়ে দিয়েছেন।
তবে বিএনপির একাধিক সুত্র বলছেন, জামায়াতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও নীতি নির্ধারণী পযার্য়ে সম্পর্ক রাখতে চান তারা।
দলটির নেতারা বলছেন কৌশলগত কারণে তারা জামায়াতের সাথে সম্পর্ক রাখছেন।
আর জামায়াত বিএনপির সাথে সামঞ্জস্য রেখে কর্মসূচি দিয়ে থাকলেও তারা বিএনপির সাথে থাকছেন কিনা। যদিও এ বিষয়ে দলটির কেউ কথা বলতে রাজী নন।