13.5 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

জামায়াত ইস্যুতে আলোচনায় সরগরম কর্মসূচিহীন বিএনপি

দেশের বর্তমান পরিস্থিতিতে আপাতত কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। তবে, সমমনাদের কর্মসূচিতে থাকছেন নেতারা। দলটির নীতি নির্ধারকরা এই কৌশল নিয়েছেন বলে জানা গেছে। নিষিদ্ধ হলে জামায়াত-শিবিরের সঙ্গে কীভাবে সম্পর্ক বজায় রাখা হবে, তা নিয়েও চলছে আলোচনা।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা গতকাল বিকালে বৈঠক করেছেন। তবে বৈঠকের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কেউ।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এমন অবস্থায় কোনো কর্মসূচি দেবে না দল, হয়েছে এমন সিদ্ধান্ত। দলীয় সূত্র বলছে, কোটা আন্দোলন ঘিরে সারা দেশে ধরপাকড়ের শিকার হওয়ায়, এমন সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা।

দলীয় কর্মসূচি না দিলেও, যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর কর্মসূচিতে অংশ নিতে চান বিএনপি নেতারা। তবে, জাতীয় ঐক্যের বিষয়ে কিছু চূড়ান্ত হয়নি। নেতারা বলছেন, এ বিষয়ে পরে সবাইকে নিয়ে কর্মসূচি দেয়ার কথা ভাবছেন তারা।

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রসঙ্গ নিয়েও সরগরম বিএনপি। কী আলোচনা চলছে, তার বিস্তারিত রাখা হচ্ছে গোপন। তবে, জানা যাচ্ছে, জামায়াত-শিবিরের সঙ্গে এখন কী প্রক্রিয়ায় সম্পর্ক বজায় রাখবে বিএনপি, চলছে তার চুলচেড়া বিশ্লেষণ।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের বিষয়ে সরকারের সমালোচনাও করছে বিএনপি। এদিকে, বিএনপির দেয়া জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে, বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন