একাত্তরের গণহত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের বেকসুর খালাসের প্রতিবাদে দিনাজপুরে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় তারা চট্টগ্রামে বাম ছাত্র সংগঠনের নেতাদের উপর জামাত-শিবিরের সন্ত্রাসী হামলার বিচারের দাবি তুলে ধরে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট দিনাজপুরের মো. কিবরিয়া হোসেন, আলতাফ হোসেন এ্যাডভোকেট মেহেরুল ইসলাম,আক্তার আজিজ সহ ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা দিনাজপুরের মুনির উদ্দিন সহ অনেকে।
এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


