জামালপুর সদর উপজেলার তিতপল্লা ও মেষ্টা ইউনিয়নের অন্তত ১২টি গ্রামের প্রায় ৩ হাজার একর ফসলি জমি বছরের পর বছর পানির নিচে ডুবে থাকায় অনাবাদি হয়ে পড়েছে। মূলত খাল ভরাট ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থার স্থায়ী সমাধান ও খাল সংস্কারের দাবিতে ভুক্তভোগী কৃষকরা সোমবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার জালিয়ারপাড় মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্থানীয়রা জানান, উপজেলার তিতপল্লা ইউনিয়নের দিঘা বিলের পানি পূর্বে মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়, সাপলেঞ্জা হয়ে সরিষাবাড়ি উপজেলার জয়নগর বালুকা ব্রিজ দিয়ে আখড়া বিলে নেমে যেত। কিন্তু কয়েক বছর ধরে কিছু ব্যক্তি মাছ চাষের নামে খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে রেখেছে এবং জালিয়ারপাড় খালের অনেক জায়গা ভরাট করে ফেলেছে। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।
এ কারণে সামান্য বৃষ্টিতেই বালুয়াটা, ডেফুলীবাড়ি, বুখুঞ্জা, দেউলিয়াবাড়ি, জালিয়ারপাড়, সাপলেঞ্জা ও কলতাপাড়াসহ অন্তত ১২ গ্রামের জমি পানির নিচে তলিয়ে যায়।
পড়ুন: পিআর পদ্ধতি মানবে না বাংলার মানুষ: জামালপুরে টুকু
এস/


