জামালপুরে বাল্যবিয়েমুক্ত সদর উপজেলা ঘোষণা করতে একটি সমন্বয় সভা হয়েছে। এর লক্ষ্য, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি ও করণীয় ঠিক করা।
এর আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ। বাস্তবায়নে ছিলো জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নারীদের শতভাগ স্বাবলম্বী করতে, বাল্যবিয়ে বন্ধ করার বিকল্প নেই।
জামালপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতি. দা.) কামরুন্নাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলার সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে জামালপুর ক্লাস্টারের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশ।
সভায় উপস্থিত ছিলেন, জিও, এনজিও, কাজী, সাংবাদিক, শিক্ষক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার সাগর ডি কস্তা।