ছাত্র আন্দোলনে গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় জামিন পেলেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা রিংকুকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
রিংকুর গ্রেপ্তারের বিষয়টি সামনে আসার পর থেকেই নির্মাতা ও শিল্পীরা তার মুক্তির দাবি জানান।
জানা গেছে, গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। সেই মামলায় নির্মাতা নিংকুকে গ্রেপ্তার দেখানো হয়।