16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

জামিন পেলেন নির্মাতা রিংকু

ছাত্র আন্দোলনে গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় জামিন পেলেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা রিংকুকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

রিংকুর গ্রেপ্তারের বিষয়টি সামনে আসার পর থেকেই নির্মাতা ও শিল্পীরা তার মুক্তির দাবি জানান।

জানা গেছে, গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। সেই মামলায় নির্মাতা নিংকুকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন