নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা’র নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। আর এই অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শুক্রবার রাতে। আগীমকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে এই টকশোর প্রথম পর্ব। আর এই পর্বের অতিথি হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠানটি আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায় প্রচারিত হবে ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে।
স্বদেশ ও প্রবাসী- দুই প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সাজানো এই অনুষ্ঠানে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন।
জায়েদ খান বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে- বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ থাকবে পরিচিত মুখদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডা, ভাবনার খোরাক জাগানো গল্প এবং নতুন প্রজন্মের প্রতিভাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।
পড়ুন : যুক্তরাষ্ট্রের ঠিকানায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’