০৮/১১/২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জার্মান রাষ্ট্রদূত ও বিজিএমইএ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সোমবার ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

গত সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে শিল্পের অগ্রাধিকারমূলক দিকগুলো ব্যাখ্যা করেন—এর মধ্যে রয়েছে ডিউ ডিলিজেন্স বাস্তবায়নের প্রস্তুতি, নন-কটন পোশাকের উৎপাদন বাড়িয়ে পণ্যের বৈচিত্র্য আনা, এবং ডিকার্বনাইজেশন উদ্যোগ জোরদার করা।

রাষ্ট্রদূত ড. লটজ বাংলাদেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি ও সাফল্যের প্রশংসা করেন। তিনি পরিবেশগত ও সামাজিক মানদণ্ডে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশাধিকার বজায় রাখতে জিএসপি প্লাস সুবিধা অর্জনের প্রচেষ্টারও প্রশংসা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রায়ীদ চৌধুরী, পরিচালক নাফিস উদ দৌলা, পরিচালক ফাহিমা আখতার, পরিচালক রুমানা রশিদ ও পরিচালক মোহাম্মদ সোহেল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন