23 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

‘বাংলার জ্যোতি’ বিস্ফোরণের ঘটনায় নিহত ৩, আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন জাহাজটির ডেক ক্যাডেট সহ ৩ জন নিহত হয়েছেন জানিয়েছে বিভিন্ন সূত্র।

নিহতদের একজন ডেক ক্যাডেট সৌরভ। আরেকজনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল গণমাধ্যমকে এই তথ্যটি জানিয়েছেন।

তিনি বলেন, ‘ক্যাডেট সৌরভের ঝলসানো মরদেহ একটি পাইপের সঙ্গে ঝুলে ছিল। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আরেকজনের দেহাংশ আশপাশে পাওয়া গেছে।’

শিপিং করপোরেশনের নাবিকদের সংগঠন সি ম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, ‘এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম ও ক্যাজুয়াল স্টাফ হারুন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন