১৪/০৬/২০২৫, ১৭:১০ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:১০ অপরাহ্ণ

কেমন আছেন অভিনেতা জাহিদ হাসান

ঈদের আগের দিন থেকে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শোনা যায়, বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন অভিনেতা; শুরুর দিকে ছিল জ্বর এবং পরে শ্বাসকষ্টের সমস্যা। চিকিৎসকেরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত জাহিদ হাসান। এরপর তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রীতিমতো উদ্বেগ তৈরি হয় ভক্তদের মাঝে।

এর আগে গত সোমবার জাহিদ হাসানের স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর জাহিদ হাসানকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর মঙ্গলবার নিজের শারীরিক অবস্থার কথা গণমাধ্যমে জানান জাহিদ হাসান নিজেই। অভিনেতার কথায়, ‘এখনো হাসপাতালে আছি। চিকিৎসকের পরামর্শে আরও কিছু দিন থাকতে হবে। আগের চেয়ে কিছুটা ভালো আছি।’

জাহিদ হাসান বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই। দোয়া ও ভালোবাসা চাই। আল্লাহ দয়ালু, তিনি নিশ্চয়ই রহম করবেন।’

উল্লেখ্য, এই ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসানের অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। এই ছবিতে জাহিদ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, ইন্তেখাব দিনার, নরেশ ভূঁইয়া, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। এর আগে রায়হান রাফীর ‘আমলনামা’সহ বেশ কয়েকটি কাজে দেখা গেছে জাহিদ হাসানকে।

পড়ুন: ব্রেইন কাজ করছে না তানিনের, বিকেলেই খুলে ফেলা হবে লাইফ সাপোর্ট

দেখুন: ‘আ.লীগ নেতা—কর্মীদের হাতে ৭ হাজারেরও বেশি বৈধ অস্ত্র’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন