সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ও আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা এবং তার স্বামী মো. এমরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার গভীর রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জিনাত সোহানা চৌধুরী সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক। আওয়ামী লীগ সরকারের সময় তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বিজিএমইএর সদস্য ছিলেন। এছাড়া ফারমিন গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও ছিলেন তিনি। সোহানার স্বামী মোহাম্মদ এমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, গত ২০ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি জিনাত সোহানা চৌধুরী ও তার স্বামী মো. এমরান। তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পড়ুন : চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার