১৪/০৬/২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ

জিয়াউর রহমানের আর্দশকে লালন করে রাজনীতি করে যাবো : মোস্তফা খান সফরী

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, যতদিন বেঁচে থাকবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি করে যাবো। শ্রমিক দিবসে এটাই হচ্ছে আমার অন্যতম অঙ্গিকার।

১ মে বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে বিভিন্ন পেশার শ্রমিকদের আয়োজিত সভায় সফরমালি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা খান সফরী বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি শ্রমিকদের স্ব স্ব বিভাগের শ্রমিকদের দাবি আদায়ের জন্য তাদের সংগঠনের মাধ্যমে যৌক্তিক দাবিগুলো তুলে ধরার জন্য সংগঠন গড়ার পর তা রেজিস্ট্রেশন করার প্রথা চালু করেন। যা বর্তমানে সিবিএ নাম্বার হিসেবে ব্যবহার করা হয়।

তিনি বলেন, শ্রম আদালতসহ শ্রমিকদের সকল অধিকার আদায়ে একমাত্র বিএনপি সরকার দেশে কাজ করেছেন। ৯১ সালে বেগম খালেদা জিয়া দেশের দায়িত্ব নিয়ে আহত বা পঙ্গু অসুস্থ এবং অসহায় শ্রমিকদের সহযোগিতার জন্য শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। তিনি পহেলা মে দিবসের আলোচনার শুরুতেই দিবসের তাৎপর্য তুলে ধরেন।

তিনি নিজেকে চাঁদপুর সদর ও হাইমচর অর্থাৎ চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের দাবীদার জানিয়ে স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,আমরা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। নেতৃত্বের কারণে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। সকলে মনে রাখতে হবে আমরা যারা বিএনপি করি সবাই একটি পরিবার। কিন্তু দলের প্রতীক ধানের শীষ এ বিষয়ে কোনো আপস নেই। হাই কমান্ড যাকে ধানের শীষ দিবে আমরা তাকেই ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান হাছানাতের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার হোসেন গাজী, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বেপারী, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, ঢাকা বারের আইনজীবী অ্যাডঃ মুজিবুর রহমান বাবলু, জেলা যুবদলের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, সাবেক যুবনেতা আকাশ খান জিতু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোহাম্মদ আলী সজন, সাবেক ছাত্রনেতা শহীদ চৌধুরী।

এসময় শ্রমিকদের নানান দাবী তুলে ধরে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, আঃ কাদের খান, ইউসুফ তালুকদার, জিয়াউর রহমান সোহেল, হুমায়ুন প্রধানিয়া, মনির তালুকদার, শুকুর গাজী, রাসেল আহমেদ জনি প্রমূখ।

পড়ুন : চাঁদপুরে মামলার জট কমাচ্ছে লিগ্যাল এইডের প্যানেলের ২৮ আইনজীবী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন