হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা উপহার প্রদানের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিয়ানগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা থেকে পাড়েরহাট এলাকা থেকে শুরু করে উপজেলার একাধিক পূজা মণ্ডপে এ কর্মসূচি পালন করা হয়। এসময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা সাঈদ খানের উদ্যোগে তার প্রতিনিধি হিসেবে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন।
তারা পাড়েরহাটের রাইকিশোর সেবাশ্রম, শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ী মন্দির, জিয়ানগরের শ্রীশ্রী সার্বজনীন করুনাময়ী দুর্গামন্দির, ভবানীপুর ডাকুয়াবাড়ী সর্বজনীন দুর্গামন্দির ও রেখাখালী (বকুলতলা) সর্বজনীন মাতৃ মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, খোঁজখবর নেন এবং দুর্গোৎসব উপলক্ষে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানের পক্ষ থেকে প্রতিনিধিরা বার্তা পৌঁছে দেন। তারা বলেন, “রাজনীতি একটি সামাজিক সম্পর্ক, যার বহিঃপ্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে।
আপনি হিন্দু, আমিও হিন্দু—কারণ আমরা সবাই সিন্ধু সভ্যতায় বেড়ে উঠেছি। এখানে হিন্দু, মুসলিম কিংবা পাহাড়ি-আদিবাসী—সবাই একই রক্তের অধিকারী, একই মানচিত্রে এবং একই লাল-সবুজের পতাকার তলে ঐক্যবদ্ধ।
শারদীয় দুর্গোৎসবকে আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবে পরিণত করতে হবে। প্রত্যেক বাড়িতে যেন উৎসবের ঢেউ ওঠে। তবে শৃঙ্খলা রক্ষায় সবার সচেতন থাকা জরুরি। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করবেন, আর সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব।”
স্থানীয়রা মনে করছেন, তারেক রহমানের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

