39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ‘সাহসী নারী পুরস্কার’

জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে তাদের ‘ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ শীর্ষক এই পুরস্কার দেওয়ার খবর জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে বিগত সরকারের সহিংস দমন নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল নারীরা।


তারা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, এমনকি হুমকি ও সহিংসতার মধ্যেও নিরাপত্তা বাহিনী ও পুরুষ আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন।

যখন পুরুষ সহযোদ্ধারা গ্রেপ্তার হন, তখন এই নারীরা নতুন কৌশল অবলম্বন করে যোগাযোগ অব্যাহত রাখেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন, এমনকি ইন্টারনেট বন্ধ থাকার সময়ও তারা সেন্সরশিপের বাধা অতিক্রম করতে সক্ষম হন। অনিশ্চয়তার মাঝেও তাদের এই সাহস ও নিঃস্বার্থ ভূমিকা ছিল প্রকৃত বীরত্বের প্রতিচ্ছবি।

পড়ুন : জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন