39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’ প্রদর্শনীর অনুমতি দিতে হাইকোর্টের নির্দেশ

জুলাই আন্দোলন নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘দ্য রিমান্ড’। আশরাফুর রহমানের পরিচালনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াৎ, মারুফ আকিব প্রমুখ।

জুলাই আন্দোলন নিয়ে ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্র সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ার পর অজ্ঞাত কারণে সনদপত্র পায়নি।

তবে বোর্ডের সদস্যরা শিগগিরই সিনেমাটির ছাড়পত্র দিবেন বলে আশাবাদী ছিলেন প্রযোজক অ্যাডভোকেট বেলায়েত হোসেন।

নির্মাণ শেষে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হয়। ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করলেও এখনো প্রদর্শনের অনুমতি পাননি সংশ্লিষ্টরা। পরে দুই বার আইনি নোটিশ দিয়েও কোনো সাড়া না পেয়ে তিন দিনের মধ্যে মুক্তির নির্দেশনা চেয়ে প্রযোজক হাইকোর্টে রিট করেন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ‘মুক্ত বাংলাদেশে স্বাধীন শিল্প সংস্কৃতিচর্চা’ শীর্ষক আলোচনা এবং জুলাই ২০২৪ ছাত্র আন্দোলনের ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’র টিজার প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করে ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান রেডপোস্ট ক্রিয়েশন।

পড়ুন : ‘সোনা’ বলে কাকে ইঙ্গিত করলেন পরীমনি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন