জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বিএনপির যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আলোচনা আছে, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে এই বৈঠকে অংশ নেবে না বিএনপি। যদিও দলটির নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই দলটি অংশগ্রহণ করবে কিনা তা জানতে অপেক্ষা বাড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে বিএনপি যাবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আরেকটি সূত্র জানিয়েছে বৈঠকে অংশ নিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ।
