০৭/১১/২০২৫, ৬:১২ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৬:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া নির্বাচন হবে না: মোস্তফা কামাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য, ভোলা জেলার সাবেক আমীর, জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, আমরা তাকে স্বাগত জানাই, তবে নির্বাচনের আগে জুলাই সনদ ও ঘোষণা পত্রের আইনী বাস্তবায়ন চাই। তা না হলে বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না, নির্বাচন হবে না। একটি দলের নেতাদের মুখের আক্রমণাত্মক ভাষা বুঝে সরকারকে সব দলের জন্য নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৭ টায় চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামী’র আয়োজনে এক যুব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি যুব সমাজের উদ্দেশ্যে আরও বলেন, আমাদের দেশের কোটি কোটি মানুষ কি চায়, তারা কেমন সমাজ, কেমন রাস্ট্র দেখতে চায় তা বুঝে সেভাবে কাজ করতে হবে যুব সমাজকে। যুব সমাজের সার্বিক প্রচেষ্টায় গঠিত হতে পারে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ রাষ্ট্র । আমরা দেখেছি যুব সমাজের দৃঢ় মনোভাব ও ত্যাগ ৫ আগস্ট দীর্ঘ ফ্যাসিবাদকে কবর দিয়েছে। আগামীর বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে সেই দিকে যুব সমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আগামীর বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণের অন্যতম হাতিয়ার আজকের যুব সমাজ।

এ সময় তিনি আল্লাহর জমিনে কুরআনের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুল (সা:) কে আদর্শ মেনে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে দেয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহবান জানিয়ে বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে মানুষ চূড়ান্ত বিজয়ের দেখা পাবে।

আমিনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি প্রভাষক বাহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান ইমরান, যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সাবেক সভাপতি মো: আবু জাফর প্রমুখ। সমাবেশে বিপুল সংখ্যক যুবক অংশ নেয়।

বিজ্ঞাপন

পড়ুন: চরফ্যাশনে কৃষককে কোপালো প্রভাবশালী প্রতিবেশী, থানায় এজাহার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন