আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের সতর্ক করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “সতর্ক হয়ে যান। সামান্য অসতর্কতা আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে।”
রোববার (১১ মে) রাত সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

জুলাইকে মেনে না নিয়ে
স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, “জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া ‘জুলাই জনতার’ আরেকটি বিজয়।” তিনি এও জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যতদিন পারবে, ততদিনই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকবে এবং ছাত্র-জনতার কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে কাজ করে যাবে।
আসিফ মাহমুদ বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। এই লড়াইটা যেন থামছেই না। রাজপথের আন্দোলন এখন এক ধরনের মিলনস্থল হয়ে দাঁড়িয়েছে ‘জুলাইয়ের যোদ্ধা’দের জন্য। মাঝে মাঝে মনে হয়, সব ছেড়ে রাজপথে নেমে পড়ি। সেটাই আমার জায়গা, যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।”
তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের বাস্তবতা তুলে ধরে বলেন, “সরকারে থাকা এখন যেন দুধারি তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা। সরকার কোনো ভুল করলে—যদি সেটা আমাদের এখতিয়ারের বাইরে হয়—তবুও জনতার কাঠগড়ায় আমাদের দাঁড় করানো হয়। অন্যদিকে ছাত্র-জনতা মাঠে নামলে রাষ্ট্রীয় ক্ষমতার ভরকেন্দ্রগুলো আমাদের সন্দেহ করে, টার্গেট করে।”
তিনি আরও লেখেন, “আমরা ক্ষমতার বিভিন্ন স্তরের সঙ্গে ‘জুলাই’ প্রশ্নে আপস না করার কারণে এখন অনেকের চক্ষুশূল হয়ে উঠেছি। তবে এটাও একপ্রকার অর্জন, কারণ আমাদের অবস্থান জনতার পক্ষে—গণ-অভ্যুত্থানের পক্ষে।”
এছাড়া, ফেসবুকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে ছড়ানো ভুয়া তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি লিখেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়া ফটোকার্ড দেখলাম যেখানে বলা হয়েছে, মাহফুজ ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।”
পড়ুন: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত
দেখুন: বিএনপির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
ইম/